প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৬:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২৫, ৭:১২ এ.এম
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (KUET) এর মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদলের সমর্থক ইফাজ কে কুপিয়ে জখম করেছে গুপ্ত সংগঠনের সন্ত্রাসীরা

ঘটনা সূত্রে জানা যায় ইফাজ কুয়েট এর মেইন গেট সংলগ্ন চায়ের দোকানে বন্ধুদের সাথে বসে চা খাচ্ছিলো। ধারালো অস্ত্র দিয়ে অজ্ঞাত ব্যক্তিরা তাকে কুপিয়ে মারাত্মক যখম করে চলে যায়।
এর আগে ও কয়েক বার ইফাজের উপর হামলা করেছে দুর্বৃত্তরা।
হামলার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির একটা প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা বলেন ৫ই আগস্টের পর ছাত্রদল সর্বোচ্চ ধৈর্য ও আন্তরিকতা নিয়ে কাজ করার চেষ্টা করছে। কিন্তু এই বিষয়টিকে অনেকে দুর্বলতা ভাবছে। যদি প্রয়োজন হয়, ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে হত্যা ও গুপ্ত হামলার সমুচিত জবাব দিবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com