প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৫, ৯:১১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২৫, ৭:৫৭ এ.এম
গাংনীতে মাদক ব্যাবসায়ী আটক- ১।

মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দীতে অভিযান চালিয়ে ইয়াবা এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আটককৃত মাদক ব্যাবসায়ী সেন্টু (৩৮) বামন্দীর চেরাগী পাড়ার মৃত ছবকুল হোসেনের ছেলে।
সেনাবাহিনীর সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সেনাবাহিনী ক্যাম্পের একটি দল বামন্দী এলাকায় সেন্টুর নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে তার কাছ থেকে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও পাচটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এই অভিযান পরিচালনা করেন মেহেরপুর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ফজলে রাব্বী। অভিযান শেষে সেন্টুকে আটক করে গাংনী থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com