প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৫:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৫, ৮:৪১ এ.এম
সদরপুর সরকারী কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ, বিক্ষোভ,ও মানববন্ধন
![]()
সদরপুর কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ‘পদবঞ্চিত’ ছাত্ররা । নিজেদের পদবঞ্চিত দাবি করে ছাত্রদলের কিছু নেতা-কর্মী বৃহস্পতিবার ১১ টায় কলেজ মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভে অংশ নেওয়া সদরপুর কলেজ শাখা ছাত্রদের বাদী ছাত্রদের প্রত্যক্ষ ভোটের নিয়ম না মেনে বিবাহিত, অছাত্রদের নিয়ে নব গঠিত সদরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলেল অবৈধ কিমিটি ঘোষনা করার প্রতিবাদে আমাদের মানববন্ধন ও বিক্ষোভ। তাই আমরা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সদরপুর কলেজ শাখার শতাধিক নিয়মিত ছাত্র অংশ নেয়। তারা সম্মেলিতভাবে দাবী করে বলেন আমাদেরকে অবগত না করে, যারা এ কলেজের ছাত্রই না, অন্যত্র বিবাহিতদের নিয়ে এ কমিটি অবৈধভাবে ঘোষনা করা হয়েছে। আমরা সঠিক ছাত্রদল করা নিয়মিত ছাত্রদের অবগত করে পুনরায় কমিটি চাই।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com