প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৫:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৫, ৮:৫৩ এ.এম
রাণীশংকৈলে বৈধ কাগজ না থাকায় ৪ ইটভাটার মালিককে আড়াই লক্ষ টাকা জরিমান
![]()
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে উপজেলার ৪ টি ইট ভাটা মালিক কে আড়াই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এগুলো হলো নেকমরদ ইউনিয়নের প্রয়াগপুর এলাকার মেসার্স এস এ বি ব্রিকস, ভাটা মালিককে এক লাখ টাকা এবং রাণীশংকৈল মহলবাড়ি এলাকার মেসার্স এইচ আর বি ব্রিকস,মেসার্স এন বি বি ব্রিকস, ও মেসার্স এম বি বি ব্রিকস ইটভাটা কে ৫০ হাজার টাকা করে মোট আড়াই লাখ টাকা জরিমানা আদায় করেন জেলা পরিবেশ অধিদপ্তর। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এনডিসি পলাশ তালুকদার এসময় উপস্থিত ছিলেন মো: তামিম হোসেন,সহকারী পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁও ও সহ আরো এক ম্যাজিস্ট্রেট। এ সময় মেসার্স এস এ বি ব্রিকস ইট ভাটায় ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে ও মেসার্স এইচ আর বি ব্রিকস ভাটার কিছু অংশ ভেকু দিয়ে ভেঙে দেয়। এসময় সাংবাদিকদের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামিম হোসেন বলেন,জনস্বার্থে এ অভিযান নিয়মিত পরিচালিত হবে।তার যদি এইসব ইটভাটা আবার চালু করে তাহলে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com