প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৫:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৫, ৯:০৬ এ.এম
ক্ষেতলালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদে গরু বিতারনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
![]()
জয়পুরহাটের ক্ষেতলালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুবিধাভোগী জনগণের মান উন্নয়নের লক্ষ্যে নিম্নমানের রোগা-আক্রান্ত সাড় ও বকনা গরু বিতরণের অভিযোগ উঠেছে।ভুক্তভোগীদের কাছ থেকে জানা যায়,টেন্ডার সিডিউল অনুযায়ী ৫০ থেকে ৬০ হাজার টাকা গরুর বয়স ১৮ মাস, ওজন ৮০ কেজি এবং বিদেশি গরু দেওয়ার কথা ছিল। কিন্তু তুষার এন্টারপ্রাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠান গরিব ক্ষুদ্র নৃগোষ্ঠী দের হক মেরে ৪০কেজি ওজনের এক বছরের ও কম বয়সের রোগা আক্রান্ত গরু গত মঙ্গলবার পানি সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল প্রাঙ্গণে প্রাণিসম্পদ দপ্তর সমন্বিত, প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৫২ জন সুফল ভোগীদের বিতরণের জন্য আনা হয়েছিল। কিন্তু স্থানীয় জনগণ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের তপের মুখে উক্ত বিতরণ কার্যক্রম বন্ধ ছিল। পরে এ বিষয়ে আংষিক শিকার করে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ পলাশ চন্দ্র রায় বলেন নিম্নমানের ও রোগাক্রান্ত গুরু দেওয়ার জন্য ও ডিসি স্যারের নির্দেশে বিতরণ ব্যবস্থা বন্ধ করা হয়েছে। পরবর্তীতে শিডিউল অনুযায়ী গরু দিলে বিতরণ করা হবে। ঠিকাদার প্রতিষ্ঠান তড়িঘড়ি করে ভটভটি যুগে উক্ত গরু গুলো দ্রুত সরিয়ে নিয়ে যায়। অভিযোগের প্রেক্ষিতে ঠিকাদার প্রতিষ্ঠান তুষার এন্টারপ্রাইজ এর সাথে যোগাযোগে চেষ্টা করলে তারা কোন সাড়া দেয় নি। এ বিষয়ে স্থানীয় গণ্য- মান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের আবগত করেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। এমন ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানাই ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সাধারণ জনতা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com