খালিশপুর থানা পুলিশ গত ২ জুন ২০২৫ তারিখ সন্ধ্যায় নয়াবাটি এলাকায় অভিযান চালিয়ে ১)আসিফ (২১),পিতা-রহিম শেখ, সাং-গাবতলা মোড়, খালিশপুর এবং ২) আশিক (১৯), পিতা-রহিম শেখ, সাং-গাবতলা মোড়, থানা-খালিশপুর, খুলনাদ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ৩৩ কেজি চোরাই রড উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা নং-০৩, তাং-২/৬/২০২৫ খ্রিঃ, ধারা- ৪১৩ পেনাল কোড রুজু করা হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com