সমুদ্রে ছোট নৌকা নিয়ে ঘোরার সময় বিশাল এক তিমি হঠাৎ করে গিলে ফেলে আদ্রিয়ান সিমানকাস নামে এক যুবককে। তবে এর কয়েক সেকেন্ড পরেই এটি আবারও তাকে ছেড়ে দেয়। ভয়াবহ এ ঘটনাটি ধরা পড়েছে তার বাবার নৌকায় থাকা ক্যামেরায়।
গত শনিবার (৮ ফেব্রুয়ারি) চিলির মেগাল্লান প্রণালীর সান এলসিদ্রো লাইটহাউজের কাছে আলাদা ছোট নৌকায় করে ঘুরছিলেন আদ্রিয়ান ও তার বাবা। তখনই একটি হাম্পব্যাক তিমি তাকে গিলে ফেলে।
তবে ২৪ বছর বয়সী এই যুবকের কোনো ধরনের ক্ষতি হয়নি। কিন্তু একটি মুহূর্তের জন্য তার মনে হয়েছিল, তিনি মারা যাচ্ছেন।
আদ্রিয়ান মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, তিমি তাকে গিলে ফেলার পর কেমন ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন তিনি।
আদ্রিয়ান বলেন, “আমি যখন পেছনে তাকাই, আমি আমার মুখে পাতলা কোনো কিছুর অনুভব করি। আমি গাঢ় নীল, সাদা রঙের মতো দেখতে পাই… ওই সময় পেছন থেকে কোনো কিছু এগিয়ে আসছিল এবং আমাকে ডুবিয়ে ফেলে। ওই মুহূর্তে, আমার মনে হচ্ছিল আমার কিছু করার নেই। আমি মারা যাব। আমি বুঝতে পারছিলাম না এটি কী।”
এর কিছুক্ষণ পরই লাইফ জ্যাকেট থাকায় তিনি আবারও ভেসে ওঠেন। এরপর তার বাবা তাকে ডেকে নিজের কাছে নিয়ে আসেন এবং তাকে শান্ত থাকতে বলেন।
বন্যপ্রাণী বিজ্ঞানী ভানেসা পিরোত্তা বলেছেন, “হাম্পব্যাক তিমিটি হয়ত ওই সময় মাছ অথবা চিংড়ি খাচ্ছিল। আর তার নৌকাটি সেগুলোর মাঝে পড়ে যায়। তাকে আসলে তিমিটি গিলে খায়নি। তিনি মাঝে পড়ে যান।”
এই প্রাণী বিজ্ঞানী আরও বলেছেন, “এই তিমি মানুষের আকার কোনো কিছু শিকার করে না। মানুষকে গ্রাস করার সক্ষমতা তাদের নেই। কারণ তিমির খাদ্যনালী সরু এবং তাদের দাঁত নেই।”
সূত্র: সিএনএন
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com