ভৈরবে ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি তে প্রথম বারের মতো ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন হয়। এবারের আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ এর প্রতিপাদ্য বিষয়- "অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভৈরব উপজেলা, বাঁশগাড়ীতে প্রতিষ্ঠিত ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে এক আলোচনা ও বর্ণাঢ্য র্যালি আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন করা হয়। ব্যানার ও ফেস্টুনে সুসজ্জিত হয়ে শান্তির পায়রা এবং বেলুন উড়িয়ে ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আজিজুল হক সকল শ্রমজীবি নারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপাচার্য মহোদয় সহ উপস্থিত অন্যান্য বক্তরা নারীর অধিকার প্রতিষ্ঠা ও সুশৃঙ্খল জীবন যাপনে নারী ও পুরুষ উভয়ের ভূমিকার প্রতি গুরুত্ব আরোপ করেন। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোঃ জাকির হোসেন, সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. এ এফ এম নাজমুস সাদাত, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন জনাব মোঃ আশেক আল আজিজ, বিজনেস অনুষদের ডিন ড. আকিম এম রহমান।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com