প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৬:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২৫, ১১:০৫ এ.এম
রাজবাড়ীর কালুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০

রাজবাড়ীর কালুখালীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মোহনপুর-সোনাপুর বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, চট্টগ্রাম থেকে রাজশাহীগামী আর পি পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫৯৫৩১) এবং রাজশাহী থেকে ফরিদপুরগামী পাথরবোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট- ২২-৪৬০৮) মধ্যে সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে বাসের যাত্রী, ট্রাকচালক ও হেল্পার রয়েছেন। তাদের কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার রামকৃষ্ণপুর গ্রামের আরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, সোহেল, শামিম, নাসির, হিমেল, বালিয়াডাঙ্গা গ্রামের আমিন, শামিম, সেলিম, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার সাবিরুল ইসলাম এবং ট্রাকচালক আসাদুজ্জামান।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, খবর পেয়ে রাজবাড়ী ট্রাফিক পুলিশ, কালুখালী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাস্থল থেকে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।উল্লেখ্য, এর আগে গত ৩০ ও ৩১ মে কালুখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছিলেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com