দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নুরজাহানপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও সাতজন আহত হয়েছে গত রাত সাড়ে তিনটায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায় ঢাকাগামী যাত্রীবাহী বাস নাবিল পরিবহনের সাথে একটি দাঁড়িয়ে থাকা আম ভর্তি ট্রাকের সাথে সংঘর্ষ হয় এ সময় বাসে থাকা পাঁচজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং পাঁচজন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com