প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৬:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৫, ৯:৩৭ এ.এম
কুমিল্লার বিভিন্ন স্থানে সড়ক দূর্ঘটনা,দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন

১৪ জুন শনিবার কুমিল্লা জেলার সুয়াগাজী মহাসড়কে যাত্রীবাহী বাস ট্রাকের পেছনে লাগলে এই দূর্ঘটনা ঘটে।
ফেনী থেকে ছেড়ে আসা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে ঐ বাসটির সামনে একটি ট্রাক থাকে।ট্রাকটিকে অভারটেক করতে গেলে সামনে আরেকটি বাস এসে পরে।
বাসের অতিরিক্ত স্পিডের কারণে সামনে থাকা ট্রাকের পেছনে এই বাসটির সংঘর্ষ হয়।
এতে আহত হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। সকাল ১০ টায় এই দুর্ঘটনা হয়।
অপরদিকে দুপুর সাড়ে বারোটায় কুমিল্লা দাউদকান্দি কুশিয়ারা সড়কে মাইক্রোর সাথে সিএনজি মুখোমূখী হয়ে সিএনজিটি ওল্টে দুই খন্ড হয়ে যায়। এই সিএনজিতে কোন যাত্রী না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।ড্রাইভার আহত হয়েছে।
দাউদকান্দি উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে শনিবার ১২ টার পর একটি কক্ষে হঠাৎ আগুন লেগে যায়।
তবে তৎক্ষণাৎ ফায়ার সার্ভিস কে খবর দিলে খুব দ্রুত এসে পড়ে তারপর আগুন নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়।
কোন হতাহতের ঘটনা ঘটেনি।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com