সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নবম শ্রেণির মাদ্রাসার এক ছাত্রীর বিয়ের আয়োজন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে আজ শুক্রবার বিকেলে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের মধ্য জোতপাড়া গ্রামে বাল্যবিবাহ আয়োজনের খবর ৯৯৯ এ পায় উপজেলা প্রশাসন। এরপর ইউএনও স্থানীয়দের নিয়ে কনের (১৫) বাড়িতে উপস্থিত হন।সেখানে টাংগাইল সদর উপজেলার মাবুদনগর ইউনিয়নের মাকোরকোল গ্রামের প্রবাসী মো: মনির হোসেন (১৮)এর সঙ্গে ওই ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়। এরপর ছেলের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়ের বাবাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বোঝালে তিনি তাঁর ভুল বুঝতে পারেন। মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকাও দেন তিনি।ইউএনও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, মূলত কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারণে বিয়েটি বন্ধ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com