প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৫, ৫:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৫, ১১:৪৭ এ.এম
গোয়ালন্দে গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা, শশুরের অভিযোগে, স্বামী আটক

রাজবাড়ীর গোয়ালন্দে গলায় ওড়না পেঁচিয়ে রোকসানা আক্তার (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত গৃহবধূ গোয়ালন্দ পৌরসভার অম্বলপুর গ্রামের আজিম শেখের স্ত্রী। এ ঘটনায় নিহতের বাবা রশিদ শেখ বাদী হয়ে তার মেয়ে জামাই আজিম শেখের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে মামলা দায়ের করেন। পুলিশ আসামি আজিম শেখকে গ্রেফতার করেছে।
১৫ জুন শনিবার দিনগত রাত দেড়টা হতে দুইটার দিকে নিজেদের বসতঘরে বাঁশের আড়ার সাথে ওড়নায় ঝুলে ওই গৃহবধূ আত্মহত্যা করেন।
পুলিশ ও স্হানীয় সূত্র জানায়,শনিবার দিনগত রাতে গৃহবধু রোকসানা ও তার স্বামী আজিম শেখ খাওয়া-দাওয়া শেষে একই ঘরে শুয়ে পড়ে। রাতে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনেই ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে রোকসানা রাত দেড়টা হতে দুইটার মধ্যে যে কোন সময় তার নিজের ব্যবহৃত ওড়না দিয়ে ঘরের বাঁশের আরার সাথে গলায় ফাঁস নেয়।
এ সময় সে ছটফট করিতে থাকিলে তার স্বামী আজিম শেখ ঘুম হইতে জেগে ওঠে বিষয়টি দেখতে পেয়ে বাড়ির লোকজনকে ডাকাডাকি করে জড়ো করে। পরে তারা সকলে মিলে রোকসানাকে ঝুলন্ত অবস্হা হতে নামিয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক গৃহবধু রোকসনাকে মৃত ঘোষণা করেন । পরে থানা পুলিশকে বিষয়টি জানালে এসআই মোঃ রবিউল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ হেফাজতে নিয়ে সুরতলহাল রিপোর্ট প্রস্তুত করেন।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীকে গ্রেফতার করে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com