প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ৮:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৫, ১১:০৮ এ.এম
কুয়াকাটায় রমজানে মানুষিক ভারসাম্যহীন মানুষের পাশে কুয়াকাটা বাসী
![]()
সাগরকণ্যা কুয়াকাটা পর্যটন কেন্দ্র রমজানে পর্যটক শূণ্য,যা রোজার আগ মূহুর্তেও ছিল জনসমুদ্র। সমুদ্র সৈকত এখন জনকোলাহল মুক্ত, বিরাজ করছে নিরবতা। পর্যটক না থাকায় এবং রমজান উপলক্ষে বন্ধ রয়েছে কুয়াকাটার সকল হোটেল,রেস্তোরা। তাই খাবার পাচ্ছেনা মানসিক ভারসাম্যহীন বেওয়ারিশ মানুষ ও কুকুর সহ ভিবিন্ন প্রাণী। এসব মানসিক ভারসাম্যহীন মানুষ ও প্রানীর পাশে খাদ্য নিয়ে হাজির হয়েছেন এলাকার তরুন যুবক ও শ্রমিকদলের নেতা কর্মীরা। এসময় খাবারের পাশাপাশি চুল কেটে গোসল করিয়ে নতুন পোষাক পড়িয়ে দিচ্ছেন তারা। এ সময় কুয়াকাটা পৌর শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি জসিম মৃধা বলেন, রমজানে কুয়াকাটার খাবার হোটেল বন্ধ থাকায় মানসিক ভারসাম্যহীন মানুষগুলো না খেয়ে প্রায় অসুস্থ হয়ে পরেছিল। তাই আমারা কুয়াকাটা পৌর শ্রমিকদল খাবার দেয়ার পাশাপাশি গোসল ও পোষাকের ব্যাবস্থা করি। তরুণ স্বেচ্ছাসেবকরা জানান, রমজানে দারিদ্র্য মানুষের সহায়তা করার মাধ্যমে একটি আত্মিক প্রশান্তি পাওয়া যায়। এ ছাড়া কাজটির পরিসর ছোট হলেও দেখে অনেক মানুষ উৎসাহিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবে বলেও তাদের বিশ্বাস।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com