সুনামগঞ্জের ছাতকে মসজিদের আঙ্গিনায় এক কিশোরীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এঘটনায় শফিকুর রহমান (৪০) নামে এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত আসামী সিলেট জেলার গোয়াইনঘাট থানার রানী গ্রামের বাসিন্দা এবং ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া মসজিদের ইমাম। জানা যায়, ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া মসজিদে রমজান মাস উপলক্ষ্যে পবিত্র কোরআন শিক্ষার আয়োজন করা হয়। সেখানে কোরআন শিক্ষা নিতে আসতো কিশোরী সহ কয়েকজন শিক্ষার্থী। মসজিদের ইমাম শফিকুর রহমান কিশোরীকে বিভিন্নভাবে উত্যক্ত করতো। একপর্যায়ে গত বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে জোহরের নামাজের বিরতিতে অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা বের হয়ে গেলে কৌশলে মসজিদের এক আঙ্গিনায় কিশোরীকে ডেকে নেন ইমাম। সেখানে তাকে জোরপূর্বক প্রথমে ধর্ষণ করে। কিশোরী ভয়ে প্রথমে বিষয়টি গোপন রেখে নিয়মিত কুরআন শিক্ষা নিতে মসজিদে যায়। গত শনিবার একই ভাবে সে আবারো তাকে একই স্থানে কৌশলে নিয়ে পুনরায় ধর্ষণ করে। পরে কিশোর বাড়িতে ঘটনাটি তার পরিবারকে জানায়। পরে কিশোরীর পরিবার ও এলাকাবাসী মিলে অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশে সোপর্দ করে। ছাতক থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিকটিমকে উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষার জন্য মেডিকেলে ভর্তি করা হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com