নরসিংদীর সদর উপজেলার অন্তর্গ ত পাইকারী কাপড়ের বাজার শেখেরচর-বাবুরহাটে চুরির ঘটনায় এক নারীকে মারধরের অভিযোগ ওঠেছে। মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হওয়ার পর ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো: ফয়সাল (১৯) নামে এক দোকান কর্মচারীকে আটক করেছে পুলিশ। পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। মো: মাসুদ আলম ও স্থানীয়রা জানান, রোববার দুপুর আড়াইটার দিকে বাজারের একটি দোকানে কেনাকাটা করছিলেন ওই নারী। এসময় ওই নারী অপর একজন নারীর ভ্যানিটি ব্যাগে হাত দিলে চোর সন্দেহে তাকে আটক করেন স্থানীয়রা। এসময় উপস্থিত কয়েকজন লোক ওই নারীকে কিলঘুষি ও লাথি মারাসহ পেটাতে থাকেন। পরে একটি ফেসবুক আইডি থেকে পেটানোর এই ভিডিও পোস্ট করার পর ভাইরাল হয়। এতে ফেসবুকে নিন্দা জানানোসহ জড়িতদের আইনের আওতায় আনার দাবি উঠে। পরে ভিডিওটি পুলিশের নজরে এলে পুলিশ ভিডিও দেখে মো: ফয়সাল (১৯) নামে এক দোকান কর্মচারীকে আটক করে। জড়িত অন্যদেরকেও চিহ্নিত করাসহ আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে ভুক্তভোগী নারীর পরিচয় ্এখনও সনাক্ত করতে পারেনি পুলিশ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com