যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে পুত্রের হাতে পিতা খুন হওয়ার একদিন যেতে না যেতেই এবার স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত স্ত্রীর নাম রেকসোনা খাতুেন (৩৫)। সোমবার সকালে উপজেলার নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। চৌগাছা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত স্বামী সিজার ওরফে রাকিব পলাতক রয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার নারায়নপুর গ্রামের সিজার ওরফে রাকিবের সাথে ১০ বছর আগে পেটভরা গ্রামের নাজমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর প্রথম স্ত্রীর পক্ষে একটি ছেলে সন্তান আছে। কিন্তু বিয়ের ৭/৮ বছর পর স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ শুরু হলে স্ত্রী পিতার বাড়িতে চলে আসে। বর্তমানে নাজমা খাতুন ঢাকায় থাকেন। প্রথম স্ত্রীর সাথে দূরত্বের কারনে সিজার ওরফে রাকিব কয়েক বছর আগে উপজেলা আন্দুলিয়া গ্রামে রেকসোনা খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর কিছুদিন তাদের সংসার ভালো চলছিল বলে গ্রামের কায়েজন জানান। কিন্তু পরবর্তীতে প্রথম পক্ষের স্ত্রী-সন্তান নিয়ে রেকসোনার সাথে মাঝেমধ্যে ঝগড়াঝাটি ও কথাকাটাকাটি হতো। এতে পরিবারে দেখা দেয় অশান্তি। সোমবার সকাল ৮ টায় প্রথম পক্ষের স্ত্রী ও সন্তান নিয়ে পুনরায় স্বামীর সাথে রেকসোনার ঝগড়া শুরু হয়। একপর্যায় দুজনের মধ্যে কথাকাটির জেরে স্বামী বাঁশ দিয়ে স্ত্রীকে মারপিট করতে থাকে। আঘাতে স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনার কিছুক্ষণ পরেই রেকসোনার মৃত্যু হয়।চৌগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে।ঘটনার সাথে জড়িত ও নিহতের স্বামী পলাতক রয়েছে। তবে তাকে দ্রুত আটকের চেষ্টা চলছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com