প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ১১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৫, ৯:১৯ এ.এম
সিরাজগঞ্জের সড়াইতৈল উচ্চ বিদ্যালয়ে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন
![]()
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার লক্ষ্যে সারাদেশের মতো সিরাজগঞ্জের সড়াইতৈল উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন করেছে ১ রতনকান্দি ইউনিয়ন বিএনপি ও ছাত্র দল। সোমবার (১০ মার্চ) সকাল ১০ টায় সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের সড়াইতৈল উচ্চবিদ্যালয় মাঠে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ১ নং রতনকান্দি ইউনিয়নের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউনিয়ন বিএনপি নেতা আলী আশরাফ,যুবদলের নেতা মিঠু,ফিরোজ, ইউনিয়ন কৃষক দলের নেতা আব্দুল মান্নান, মাসুদ ও সজিব, মিলন, কাউসার,ফিরোজ,মাসুদ, সজিব, ইউনিয়ন ছাত্র দলের নেতা সোহাগ,শুভ,শাফিন,সহ অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম বক্তব্য দেন। মানববন্ধন থেকে স্লোগান দেওয়া হয় ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত‘ধর্ষকের ঠিকানা, এ বাংলায় হবে না ইত্যাদি। এসময় শিক্ষার্থীদের হাতে ‘ধর্ষকের ফাঁসি চাই, আইনের কঠোর প্রয়োগ চাই, সারা বাংলা খবর দে ধর্ষকদের কবর দে,নারী নিপীড়ন বন্ধ কর’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com