‘৭২ এর সংবিধান সুরক্ষায় জাতীয় ঐক্য’ শীর্ষক এক আলোচনা সভা করেছে সমাজতান্ত্রিক দল (জাসদ) ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাজ্য জাসদ।
সম্প্রতি ইস্ট লন্ডনের হেসলস্টিটের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউরোপিয়ান ইউনিয়ন জাসদের আহ্বায়ক মতিউর রহমান মতিনের সভাপতিত্বে ও যুক্তরাজ্য জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- সংবিধান বিশেষজ্ঞ বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার সংগঠক প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক ক্রাইম স্ট্র্যাটেজি ফোরাম ড. রায়হান রশীদ।
সভার শুরুতে সম্মিলিত জাতীয় সংগীত গাওয়া হয়। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ , স্বাধীনতা পূর্ব ও পরবর্তী গণতান্ত্রিক আন্দোলনের শহীদের শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব পাঠ করেন যুক্তরাজ্য জাসদের শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান শানুর।
সভায় শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় প্রধান আলোচক ব্যারিস্টার তানিয়া বলেন, ৭২ এর সংবিধানের চার মূলনীতি বাঙালিদের আন্দোলন সংগ্রামের প্রতিফলন। ৪৭সালে ধর্ম বিত্তিক পাকিস্তান ভূখণ্ড আলাদা হয় কিন্ত ভৌগোলিক অবস্থান ভাষা, সংস্কৃতি, আর্থসামাজিক ও রাজনৈতিক বৈষম্যের কারণে দীর্ঘ আন্দোলন সংগ্রামের অর্জন একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন বাঙালিদের জাতিরাষ্ট্র। তাই ৭২এর সংবিধান সুরক্ষায় মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থিদের প্রতিরোধ করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন- যুক্তরাজ্য জাসদের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট মুজিবুল হক মনি, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মানবাধিকার সংগঠক ড. আনছার আহমদ উল্লাহ, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, যুক্তরাজ্য জাসদের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন খান শামীম, নারীনেত্রী নাজনিন সুলতানা শিখা, সংবাদ কর্মী আব্দুলকাদির চৌধুরী মুরাদ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com