প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১০:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৫, ৫:৩৪ এ.এম
মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ বিদেশি পিস্তল উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রামদাশপুর এলাকা থেকে সেনাবাহিনী ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ বর্তমানে মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, চলমান সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৩ জুন ২০২৫ খ্রিঃ তারিখ রাত ১২টা ১০ মিনিটে (০০১০ ঘটিকা) চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মতলব উত্তর উপজেলার ১২নং ফরাজীকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডের রামদাশপুর এলাকার ওয়াবদা ক্যানেলের পাশ থেকে একটি স্যানেটারি রিংয়ের ভিতরে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের বিবরণ, একটি ৯ এমএম বিদেশি পিস্তল (দৈর্ঘ্য অনুমান ৬ ইঞ্চি), একটি ম্যাগাজিন (দৈর্ঘ্য অনুমান ৪ ইঞ্চি), একটি রাউন্ড তাজা গুলি।
অভিযানে অংশগ্রহণকারী সেনাবাহিনী ও ডিবি পুলিশের সদস্যরা জানান, যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং সংশ্লিষ্টদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য চাঁদপুর জেলায় ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান চলছে। এই অভিযানের মাধ্যমে ইতোমধ্যেই বেশ কিছু অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মতলব উত্তর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com