প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ৮:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৫, ৮:৩৭ এ.এম
রমজান উপলক্ষে পাটগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গন ইফতার প্রদান কর্মসূচী
![]()
উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট -১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মো:আনোয়ারুল ইসলাম (রাজু) উপস্থিতি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার সন্মানিত আমীর হাফেজ মোঃ শোয়াইব আহম্মেদ। ও সন্মানিত সেক্রেটারি জনাব মো: মনোয়ার হোসেন লিটন। পাটগ্রাম পৌর শাখার সন্মানিত আমীর জনাব মো:সোহেল রানা ও পৌর শাখার সন্মানিত সেক্রেটারি জনাব মোঃ মিরু হাচান ও উপজেলা নেতৃবৃন্দ। আয়োজনে : জনাব মোঃ আনোয়ারুল ইসলাম (রাজু) চেয়ারম্যান হাতীবান্ধা পাটগ্রাম উন্নয়ন ফোরাম।গণ ইফতার কর্মসূচির প্রথম দিনের সফল আয়োজন স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আগামী দিনগুলোতেও এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।পাটগ্রাম চৌরঙ্গী মোড়, বাইপাস মহাসড়ক, নতুন বাস টার্মিনাল, কলেজ মোড়সহ বিভিন্ন স্থানে প্রায় ১০০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। তারিখ: ১০ মার্চ ২০২৫ রোজ সোমবার।এ সময় উপস্থিত নেতৃবৃন্দ রমজান মাসের পবিত্রতা রক্ষা ও মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখার আহ্বান জানান।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com