প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ৭:০১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৫, ৮:৫৭ এ.এম
টাংগাইলের ঘাটাইলে ৩টি ইট ভাটায় ৮ লক্ষ টাকা জরিমানা
![]()
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ৩ টি ইটভাটায় ৮ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দিন ব্যাপী অভিযান পরিচালনা কালে উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন, ২০১৩ (সংশোধন ২০১৯ এর ৫ ধারা লঙ্ঘন এবং ১৫ (১) ধারা মোতাবেক মেসার্স এস আর ব্রিকসকে ২ লক্ষ, মেসার্স এসকে ব্রিকস কে ৩ লক্ষ, এবং মেসার্স এশিয়া ব্রিকসকে ৩ লক্ষ টাকা সর্বমোট ৮ লক্ষ (আট লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরীন আক্তার এর নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকের প্রসিকিউশনে এ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহোযোগিতা করেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com