প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৫, ৭:২৬ এ.এম
চর ভদ্রাসনে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
২৩ জুন সোমবার চর ভদ্রাসনে অনুষ্ঠিত হলো উপজেলা বিএনপির কর্মী সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারন সম্পাদক জনাব শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক জনাব এ্যাডভোকেট মোদারেস আলী ইছা,প্রধান বক্তা ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব জনাব কিবরিয়া স্বপন,সঞ্চালনায় ছিলেন মামুর রশিদ মামুন সদস্য জেলা বিএনপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাড গোলাম রব্বানী ভুইয়া রতন।
সকাল থেকেই দেখা যায় আসন্ন নুতন কমিটিতে পদ প্রত্যাশী নেতাদের শতশত সমর্থকগন তাদের স্ব স্ব নেতাদের পক্ষে ব্যানার ফেস্টুন হাতে মিছিল নিয়ে সভাস্থলে প্রবেশ করেছেন এবং তাদের নেতাদের পক্ষে নানা ধরনের শ্লোগান দিয়ে জেলা নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।
জানা গেছে আসন্ন চর ভদ্রাসন উপজেলা বিএনপির নুতন কমিটিতে সভাপতি পদে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী পদ প্রত্যাশী রয়েছেন। এরা হলেন সভাপতি পদে সদ্য বিদায়ী সভাপতি জনাব শাহজাহান শিকদার, বিএনপির সিনিয়র নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব এজিএম বাদল আমিন, সাবেক যুবদল আহবায়ক জনাব আরমান আলী শিকদার ও সাবেক সহসভাপতি জনাব নুরুল হক মোল্লা।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী রয়েছেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক জনাব মোঃ কুদ্দুস আলী, ঢাকা কলেজের সাবেক ছাত্র দল নেতা ও সাবেক উপজেলা বিএনপি সভাপতি মোতাজ্জেল হোসেন মৃধার ছোট ভাই মনজুরুল হক মৃধা, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জনাব ওবায়দুল বারী দিপু খান ও বিএনপি নেতা জনাব কুদ্দুস হোসেন ( ভিপি বাদশা)।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com