ভারতে হু হু করে বাড়ছে অনলাইন আর্থিক জালিয়াতি। প্রতারণা থেকে গ্রাহকদের সুরক্ষিত রাখতে এবার কড়া পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (RBI)। সমস্ত ব্যাংককে ‘.bank.in’ ডোমেইন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী এপ্রিল থেকেই এটি চালু হবে। এর ফলে গ্রাহকরা সহজেই বৈধ ও ভুয়া ব্যাংক ওয়েবসাইট চিহ্নিত করতে পারবেন।
গত শুক্রবার ‘মানিটারি পলিসি কমিটি’র বৈঠকে এ ঘোষণা দেন সদ্য নতুন গভর্নরের দায়িত্বপ্রাপ্ত সঞ্জয় মালহোত্রা।
তিনি জানান, সাইবার সুরক্ষাকে আরও মজবুত করার প্রয়োজনীয়তা রয়েছে। যেভাবে অনলাইনে জালিয়াতির শিকার হতে হচ্ছে গ্রাহকদের তা উদ্বেগের বিষয়। ব্যাংক গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করতে নতুন ডোমেইন বাধ্যতামূলক করা হচ্ছে। তিনি নতুন ডোমেইনের ঘোষণা করেন। এখন থেকে সমস্ত ব্যাংকের ওয়েবসাইটের ঠিকানার শেষে ‘.bank.in’ লিখতে হবে।
এছাড়াও আরবিআই আরেকটি নতুন ডোমেইনের ঘোষণাও করেছে। ‘ফিন.ইন’ নামের এই ডোমেইন নন-ব্যাংকিং আর্থিক সংস্থাগুলির জন্য। এক্ষেত্রে ওই ধরনের সংস্থাগুলিকেও ওয়েবসাইটের ঠিকানার শেষে ‘.fin.in’ থাকবে।
এদিকে এদিন বাজেট পর্ব মেটার পর নতুন রেপো রেট ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক। সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। ফলে ৬.৫ শতাংশ থেকে কমে রেপো রেট এবার দাঁড়াল ৬.২৫ শতাংশে।
প্রসঙ্গত, গত দুই বছর রেপো রেট অপরিবর্তিত রেখেছিল আরবিআই। অন্যদিকে শেষবার ২০২০ সালে কমানো হয়েছিল সুদের হার। অবশেষে কয়েক বছর পেরিয়ে ফের কমানো হল সুদের হার।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com