প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৫, ৫:৩৯ এ.এম
কালীগঞ্জ বিশাল দুই গাঁজার গাছ সহ আলমগীর নামে আটক ১

কালীগঞ্জে দুইটি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকা থেকে বিশাল দুই গাঁজার গাছসহ আলমগীর হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে দুইটা গাজা গাছ ও গাজা সেবনের সরনজামসহ তাকে আটক করা হয়। আটক আলমগীর হোসেন আড়পাড়ার নদীপাড়া এলাকার হবিবার রহমানের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের আড়পাড়া এলাকায় আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে দুইটা গাঁজার গাছ উদ্ধার করা হয়। গাছ দুইটা প্রায় সাড়ে ১৩ ফুট লম্বা। সে নিজের বাড়িতে এই গাঁজার গাছ লাগিয়েছিলেন। এ সময় আলমগীর হোসেনকে আটক করা হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com