প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ১০:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৫, ৭:০৪ এ.এম
বাকেরগঞ্জ গৃহবধূ আসমার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বরিশালের বাকেরগঞ্জে গৃহবধূ আসমা বেগমের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৫ টায় কলসকাঠী বাজারে এলাকাবাসীর উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা মোঃ ইউসুফ সরদার, মাওলানা মিজানুর রহমান, মোঃ মাসুদ হাওলাদার, হায়দার সরদার, কামাল হাওলাদার, মৌসুমী আক্তার, সাকিবা আক্তার, পারভীন বেগম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৭ জুন মঙ্গলবার সন্ধ্যায় আসমা বেগমকে তার নিজ বাসায় গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন ১৮ জুন নিহতের পুত্র আছিম বিল্লাহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ দুইজন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করে। গত এক সপ্তাহ পেরিয়ে গেলেও প্রকৃত আসামীরা গ্রেপ্তার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা অবিলম্বে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেপ্তারের দাবী জানান। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলন করবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com