ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র রথযাত্রা উপলক্ষে রাজধানীতে কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে রাখতে নির্দেশনা দিয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বুধবার (২৫ জুন) স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, রথযাত্রা আগামী ২৭ জুন (শুক্রবার) বিকেল ৩টায় এবং উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে ৫ জুলাই (শনিবার) বিকেল ৩টায়।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গণবিজ্ঞপ্তিতে রথযাত্রা এবং উল্টো রথযাত্রা উপলক্ষে যেসব সড়কে রথযাত্রার শোভাযাত্রা চলবে, সেগুলো হলো:
স্বামীবাগ আশ্রম থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির স্বামীবাগস্থ ইসকন মন্দির, জয়কালী মন্দির থেকে ইত্তেফাক মোড় শাপলা চত্বর হয়ে দৈনিক বাংলা মোড় ও বায়তুল মোকাররম উত্তর গেট পল্টন মোড় থেকে প্রেস ক্লাব হয়ে কদম ফোয়ারা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্বর, শহীদ মিনার, জগন্নাথ হল, পলাশী হয়ে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গণবিজ্ঞপ্তিতে জানায়, ওই দিনগুলোতে বিকেল ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব সড়কে যানবাহনের চাপ এড়াতে চালক ও যাত্রীসাধারণকে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানানো হচ্ছে।ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গণবিজ্ঞপ্তিতে জানায়, ট্রাফিক ব্যবস্থাপনার সুবিধার্থে রথযাত্রার রুটে প্রয়োজনীয় নির্দেশনা ও সহায়তা প্রদান করবে আইনশৃঙ্খলা বাহিনী।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com