ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারী গ্রামে স্বত্বভুক্ত জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ মোশারফ হোসেন (৪২) প্রতিবেশীদের বিরুদ্ধে নান্দাইল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী গিয়াস উদ্দিন (৫৭), হাফিজ উদ্দিন (৬২), নাসির উদ্দিন (৫০) সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন ব্যক্তি দলবদ্ধভাবে জমি দখলের পাঁয়তারা করছেন। গত বছরের ১২ জুলাই এবং সর্বশেষ ২০২৫ সালের ২৪ জুন সকালে তারা মোশারফ হোসেনের বসতবাড়ির উত্তর পাশে অবস্থিত প্রায় ১০ শতাংশ জমিতে জোরপূর্বক প্রবেশ করে রোপণকৃত গাছপালা কেটে মাটি ভরাট শুরু করেন। এ সময় বাধা দিলে তারা ধারালো অস্ত্র প্রদর্শন করে খুন-জখমের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।ভুক্তভোগীর দাবি, চরভেলামারী মৌজার (খতিয়ান নং-০৮, পুরাতন দাগ নং-১৬২৯, নতুন দাগ নং-২৪৩৬, জেএল নং-০১, শ্রেণী- বাঁশঝাড়, পরিমাণ- ১০ শতাংশ) জমিটি দীর্ঘদিন ধরে তাদের দখলে রয়েছে এবং স্বত্বসূত্রে ভোগ করছেন। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হলেও অভিযুক্তরা কোনো সিদ্ধান্ত মানেননি। বর্তমানে সেখানে ঘর নির্মাণের প্রস্তুতি চলায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।এ বিষয়ে ভুক্তভোগী মোশারফ হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ইং ২৫/০৬/২০২৫ তারিখ দুপুরে সরেজমিনে গেলে গিয়াস উদ্দিন ও হাফিজ উদ্দিনকে বিরোধীয় জমিতে লোকজন নিয়ে মাটি ভরাটের কাজ করতে দেখা যায়। জিজ্ঞাসাবাদে তারা জমিটি পৈতৃক সূত্রে প্রাপ্ত বলে দাবি করেন।উল্লেখ্য যে, এলাকাবাসী ফরজুল মিয়া, হাবিবুর রহমান ও মোছাঃ রোজিনা আক্তার সহ অনেকেই ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরনের ঘটনা দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন, অন্যথায় সংঘর্ষ এড়ানো যাবে না বলে আশংকা প্রকাশ করেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com