জলঢাকায় বিভিন্ন ইউনিয়নের দরিদ্র ও সুবিধা বঞ্চিত মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করার লক্ষে ২০২৪-২৫ অর্থ বছরের এডিপি'র অর্থায়নে সেলাই মেশিন বিতরন করা হয়। উপজেলা প্রশাসনের সার্বিক আয়োজনে গত ২২শে জুন রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরের এ সব বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন। এ সময় উপস্থিত ছিলেন গোলমুন্ডা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরের এডিপির অর্থায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র, ছিন্নমুল ও সুবিধা বঞ্চিত মহিলাদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩০জন মহিলার নিকট এ সেলাই মেশিন বিতরন করা হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com