প্রিন্ট এর তারিখঃ জুন ২৯, ২০২৫, ৩:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৫, ১১:৫১ এ.এম
শিবগঞ্জে স্কুলছাত্রী অপহরণ, প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটেছে অপহরণ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার তালিবপুর উত্তরপাড়া গ্রামের এক নাবালিকা স্কুলছাত্রীকে (১৬) অপহরণের অভিযোগ উঠেছে একই জেলার গাবতলীর কাগইল ইউনিয়নের সুলতানপুর এলাকার এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মোঃ শাহ আলম।
অভিযোগে বলা হয়, অপহৃত শিক্ষার্থী ভরিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থী। দীর্ঘদিন ধরে অভিযুক্ত মোঃ তামিম (১৯) ওই ছাত্রীকে প্রেম নিবেদনসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করছিলেন। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত তামিম নানা ধরনের ভয়ভীতি দেখাত এবং শেষ পর্যন্ত অপহরণে লিপ্ত হয় বলে দাবি করা হয়েছে।
গত ২২ জুন ২০২৫, বিকেল ৫টা ৩০ মিনিটে ছাত্রীটি নিজ বাড়ি থেকে মোকামতলা বাজারে কসমেটিকস কেনার উদ্দেশ্যে বের হয়। বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটের দিকে ভরিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে পৌঁছালে তামিম ও তার সহযোগী অজ্ঞাতনামা ২-৩ জন মিলে সবুজ রঙের নাম্বারবিহীন সিএনজিতে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
এসময় ভিকটিমের চাচা মোঃ আমিনুর ইসলাম অপহরণ প্রক্রিয়া প্রত্যক্ষ করে সিএনজিটি আটকানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরবর্তীতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও কোথাও ছাত্রীটির সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
পরদিন রাত ৯টার দিকে অভিযুক্ত তামিমের বাড়িতে গিয়ে তার পরিবারকে জিজ্ঞাসা করলে প্রথমে তারা বিষয়টি অস্বীকার করে। পরে তামিমের বাবা দুলাল হোসেন মেয়েটিকে বাড়ি ফেরত পাঠানোর আশ্বাস দিলেও সময়ক্ষেপণ ও তালবাহানা করতে থাকেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এই ঘটনায় প্রতিবেশী আঙ্গুরী বেগম, সাহিদা বেগমসহ অনেকে ঘটনার প্রত্যক্ষদর্শী ও জানেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com