আজ সকালে পাকুন্দিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া একটি যাত্রীবাহী বাস রাজেন্দ্রপুর এলাকায় এসে বড় ধরনের দুর্ঘটনার মুখোমুখি হওয়ার উপক্রম হয়। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গাড়ি হঠাৎই ভুল পথে চলে আসে। গাড়িটি বাসের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছিল। মুহূর্তের ব্যবধানে বড় দুর্ঘটনার সম্ভাবনা সৃষ্টি হয়।
বাসের চালক তাৎক্ষণিকভাবে সাহসিকতা ও দক্ষতার পরিচয় দেন। তিনি খুবই দ্রুত ও সতর্কতার সাথে স্টিয়ারিং ঘুরিয়ে যান, যার ফলে বাসটি প্রায় উল্টে যাওয়ার অবস্থায় গেলেও শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন। এ ধরনের পরিস্থিতিতে অধিকাংশ সময়ই দুর্ঘটনা ঘটে, কিন্তু এ ক্ষেত্রে আল্লাহর রহমত ও চালকের বিচক্ষণতায় বাসে থাকা ৪০ জনেরও বেশি যাত্রী অক্ষত থাকেন।
বাসের যাত্রীরা জানান, ঘটনার মুহূর্তটি ছিল অত্যন্ত ভয়াবহ। কেউ কেউ দোয়া পড়তে শুরু করেন, কেউবা চোখ বন্ধ করে বসে পড়েন। কিন্তু বাসটি যখন নিয়ন্ত্রণে আসে, তখন সবাই একে অপরকে জড়িয়ে ধরে শুকরিয়া আদায় করতে থাকেন।
একজন যাত্রী বলেন,
“বাসটা প্রায় উল্টে যাচ্ছিল, আমরা ভেবেছিলাম সব শেষ। কিন্তু ড্রাইভার ভাই যেভাবে সামলে নিয়েছেন, উনি সত্যিই আমাদের বাঁচিয়েছেন। আলহামদুলিল্লাহ, সবাই সুস্থ আছি।”
বাসের চালকের এমন দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য এলাকাবাসী ও যাত্রীরা তাকে বাহবা দেন এবং প্রশাসনের প্রতি তার উপযুক্ত সম্মান ও পুরস্কারের দাবি জানান।
এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো, সড়কে সতর্কতা ও পেশাদার ড্রাইভারের গুরুত্ব কতটা বেশি। বিপরীত দিক থেকে বেপরোয়া যান চলাচল এখন নিয়মিত হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট ট্রাফিক কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানানো হচ্ছে — এমন বেপরোয়া চালকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com