প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ১০:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৫, ১১:৪৫ এ.এম
৪৪ তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম জুড়ী শরিফ খান

৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। সোমবার (৩০ জুন) রাতে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
৪৪তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে সারা দেশের মধ্যে প্রথম হয়েছেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার শরীফ খান। তার বাড়ি উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামে। সিরাজ উদ্দিন ও জ্যোৎস্না খানম দম্পতির মেধাবী সন্তান শরীফ খান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি জুড়ী উপজেলার নয়াবাজার ফাজিল মাদরাসা থেকে ২০১৩ সালে দাখিল ও ২০১৫ সালে আলিম পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।
বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় শরীফ খান বলেন, মহান রবের প্রতি অকৃত্রিম চিত্তে শুকরিয়া আদায় করছি, যিনি এই সম্মান আমাকে দান করেছেন। আমার বাবা-মা, দাদা-দাদির দোয়া সবসময় আমার পাথেয় ছিল। মাধ্যম হিসেবে, যার ছায়ায় এই প্রশান্তি ও যার আলোয় এই দৃশ্যমানতা আমার গুরু সাইফুল্লাহ ভাইয়ের প্রতি চির কৃতজ্ঞ।
বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০টি শূন্য পদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের জন্য কমিশন সাময়িকভাবে মনোনীত করেছে।
৪৪তম বিসিএস পরীক্ষায় মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ পরীক্ষার্থী আবেদন করেন। ২০২১ সালের ৩০ ডিসেম্বর অনলাইনে আবেদন শুরু হয়ে শেষ হয় ২০২২ সালের ২ মার্চ। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২২ সালের ২৭ মে এবং মাত্র ২৫ দিনের মধ্যে ফল প্রকাশ করে পিএসসি নতুন রেকর্ড গড়ে। এতে ১৫ হাজার ৭০৮ প্রার্থী প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com