"শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য নয়, বরং জনগণের অধিকার আদায়ের লড়াই ছিল জুলাই আন্দোলন" গাইবান্ধায় আয়োজিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচির উদ্বোধন কালে এ কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ বিকেলে গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি আরও বলেন, “একদলের পরিবর্তে আরেক ফ্যাসিস্ট শক্তি প্রতিষ্ঠার জন্য রাজপথে রক্ত ঝরেনি। জুলাই আন্দোলন আমাদের ভয় জয় করে কথা বলার সাহস দিয়েছে। নতুন দেশ হয়েছে, কিন্তু দেশ গঠন হয়নি। সেই দেশ গঠনের যাত্রা আজ গাইবান্ধা থেকে শুরু হলো।”
মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সাধারণ মানুষের অভিজ্ঞতা ও প্রত্যাশা তুলে ধরা হবে বলেও জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিয়ন, উত্তরাঞ্চলের সংগঠক নাজমুল হাসান সোহাগ, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মোহাম্মদ আতাউল্লাহ, সদস্য ফিহাদুর রহমান দিবসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে সকালে দলীয় নেতারা রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে সাদুল্যাপুর উপজেলা সদরে এক পথসভায় অংশ নেন। গাইবান্ধার সমাবেশ শেষে পদযাত্রা পলাশবাড়ির উদ্দেশে রওনা হয়।
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানানো হয়, পুরো জুলাই মাস জুড়ে দেশের বিভিন্ন জেলায় ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে, যেখানে মুক্তিযুদ্ধ-পরবর্তী জনগণের আকাঙ্ক্ষা, অধিকার ও গণতান্ত্রিক চেতনার ভিত্তিতে ‘নতুন দেশ গঠনের’ আলোচনা ও কর্মসূচি পরিচালিত হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com