বিএনপির নতুন সদস্য সংগ্রহ উপলক্ষে খানজাহান আলী থানার অন্তর্গত আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির জরুরী সভা গতকাল বিকাল ৫ টায় শিরোমনিতে ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালামারে সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকার পরিচালনায় সভায় বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ফজলু সরদার, মিনা মুরাদ, গাজী মুন্তাজ উদ্দীন, ফকির রবিউল ইসলাম, মোসলেম উদ্দীন, ইউপি সদস্য হাফিজুর রহমান শাফি, আলহাজ্ব আল আমিন, সাইফুল্লাহ তারেক, শেখ রাজু আহম্মেদ, রফিকুল মাষ্টার, জাকারিয়া মাহমুদ পিটো, শেখ সেলিম, মোঃ হাফিজ,নাসিরউদ্দীন, মইন খান, আলম মোল্ল্যা, মিন্টু, মাসুম, শ্রীমান, নুরু, শরিফুল, লিমন মোল্ল্যা, ইউনুছ , বাচ্চু শেখ প্রমুখ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com