অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য গঠিত কমিটির প্রতিবেদনের আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো সামারি রাষ্ট্রপতি থেকে অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।
সিনিয়র সচিব জানান, বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য সুসংবাদ। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য গঠিত কমিটির প্রতিবেদনের আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো সামারি রাষ্ট্রপতি থেকে অনুমোদিত হয়েছে।
তিনি আরও জানান, সচিব পদে ১১৯ জন, গ্রেড-১ ৪১জন, অতিরিক্ত সচিব ৫২৮ জন, যুগ্মসচিব ৭২ জন, উপসচিব ৪ জনের অনুমোদিত সামারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের হস্তগত হয়েছে। পদভিত্তিক আলাদা-আলাদা জিও জারি করে দ্রুত পদোন্নতির ব্যবস্থা করা হবে। বকেয়া টাকাসহ জিও জারি করা হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com