প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৫, ১১:১৪ এ.এম
গফরগাঁওয়ে টিকিট কালোবাজারি আটক

ময়মনসিংহের গফরগাঁওয়ে হাওর এক্সপ্রেস ট্রেনের টিকিট সহ হৃদয় নামে এক টিকিট কালোবাজারিকে আটক করেছে পুলিশ। বুধবার (২ জুলাই) দুপুরে গফরগাঁও রেলস্টেশন থেকে আটক করা হয়।
গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ গোলাম কিবরিয়া জানান, স্টেশনে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আাসার পূর্বে হৃদয় নামে ঐ কালোবাজারি কাউন্টারের সামনে প্রকাশ্যে টিকিট বিক্রির চেষ্টা করে। খবর পেয়ে গফরগাঁও জিআরপি ফাঁড়ি পুলিশ ও রেলওয়ের নিজস্ব নিরাপত্তা রক্ষী হৃদয়ের দেহ তল্লাশি করে হাওড় এক্সপ্রেস ট্রেনের আটটি আসনযুক্ত দুইটি টিকিট উদ্ধার করে। আটক হৃদয়কে ময়মনসিংহ জিআরপি থানায় হস্তান্তর ও তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com