প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৫, ১২:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৫, ১১:৪৮ এ.এম
চকরিয়ায় বেড়িবাঁধ রক্ষায় জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন

চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের মাতামুহুরী নদীর বাংলাবাজার পয়েন্টের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের কাজ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কক্সবাজারের মাধ্যমে জরুরি ভিত্তিতে বাস্তবায়ন জন্য আনুষ্ঠানিক ভাবে জিও ব্যাগ ডাম্পিং কাজ উদ্বোধন হয়েছে।
বুধবার (২জুলাই) দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান উপস্থিত থেকে উক্ত কাজের উদ্বোধন করেন।
এসময় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, পানি উন্নয়ন বোর্ড কক্সবাজার (বদরখালী শাখ) উপ-সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ, ইমরুল হাসান হান্নান, কোনাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল কালামসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
Uno Chakaria উপজেলা প্রশাসন চকরিয়া কক্সবাজার।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com