তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ শুরু করতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (৪ জুলাই) এ কারণে ১১ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ঢাকা ও আশপাশের বেশ কিছু এলাকায়।তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা উল্লেখিত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ঢাকার টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া
সরণি, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা, ভাঙ্গা ব্রিজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টিল, শাহরিয়ার স্টিল, ধার্মিক পাড়া ও কাউন্সিল এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সব শ্রেণির গ্রাহকদের জন্য বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্প কারখানাসহ এইসব এলাকায় গ্যাস সংযোগ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। সংস্থাটি জানিয়েছে, এ ছাড়া আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বিজ্ঞপ্তির মাধ্যমে উল্লেখ করা হয়েছে, পাইপলাইন স্থানান্তরের কাজ সম্পন্ন করতে এবং প্রকল্পের অগ্রগতি বজায় রাখতে এই সাময়িক গ্যাস সংকট অনিবার্য। তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com