প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৫, ১:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৫, ১২:০৩ পি.এম
মানিকগঞ্জে হেলমেট-মাক্স পড়ে আবারো নিষিদ্ধ আওয়ামিলীগের ঝটিকা মিছিল সাধারণ মানুষের ক্ষোভ

মানিকগঞ্জে হেলমেট-মাস্ক পড়ে আবারো প্রকাশ্যে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা শাখার নেতাকর্মীরা।
বুধবার (০২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে থেকে ধামরাইয়ের বারবারিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত ১০ মিনিটের ঝটিকা মিছিল করা হয়।
মিছিলে সরকার বিরোধী নানা স্লোগান দেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগের মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের নেতৃত্বে তিল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুরছালিন বাবুসহ প্রায় ১৫ জন উপস্থিত ছিল।
মিছিলের বিষয়টি নিশ্চিত করে রাজিদুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বুধবার সকালে মিছিলের ছবি ও ভিডিও শেয়ার করে অন্তবর্তীকালীন সরকার বিরোধী মন্তব্য করেন।
নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল সম্পর্কে জানতে চাইলে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, ‘মানিকগঞ্জের বর্ডার এলাকায় মিছিলটি হয়েছে। আমরা তাদেরকে সনাক্ত করার চেষ্টা করছি এবং তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
উল্লেখ্য, এর আগে গত ১৮ মার্চ সকালে মানিকগঞ্জ পৌরসভার নবগ্রাম এলাকায় এবং ১৫ জুন সকাল ৬ টার দিকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায় মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা বার বার ঝটিকা মিছিল করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com