প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৫, ৫:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৫, ৯:৪৩ পি.এম
মাদক ব্যবসায়ী কে আটক

হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ এর এক মাদক ব্যবসায়ী কে গাজা ও নগদ টাকা সহ আটক করা হয়।
জানা যায়, অদ্য (০২/০৭/২০২৫) বুধবার হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনী নবীগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রায়েছ মিয়া নামের একজন কে আটক করে। তার দেয়া তথ্যমতে ২৯ কেজি গাজা এবং এক লক্ষ্য ছয় হাজার টাকা উদ্বার করা হয়। আটককৃত ব্যক্তি রায়েছ অনেকদিন যাবৎ প্রশাসনের চোখ ফাকি দিয়ে মাদক ব্যবসা করে আসছে। আটককৃত মাদক ব্যবসায়ী হবিগঞ্জ জেলা,র নবীগঞ্জ থানা,র দিঘলবাগ ইউনিয়নের জিয়া নগর গ্রামের মৃত মোঃ আরজু মিয়া,র ছেলে। আটক রায়েছ মিয়া কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় নবীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জানান আমরা অনেকদিন যাবৎ রায়েছ সহ মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।মাদক ব্যবসায়ীদের বিরুদ্বে আমাদের অভিযান অব্যাহত থাকবে। রায়েছ কে গ্রেফতার এ এলাকার সচেতন মানুষ সেনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কে অভিনন্দন জানিয়েছেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com