বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বড় দল হিসেবে বিএনপি সহনশীলতার সাথে ছোট দলগুলোর মতামতকে প্রাধান্য দিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায়। সংস্কার আলোচনায় সবার সাথে একমত না হলেও অনেক ছাড় দিয়েছে বিএনপি। দেশের গণতন্ত্রের ভিত শক্ত করতে আরও ছাড় দেবেন তারা। বুধবার বিকেলে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি।
এরআগে বেলা ১১টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উড্ডয়নসহ পায়রা ও বলুন উড়িয়ে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
উদ্বোধনী বক্তব্যে আব্দুল আউয়াল মিন্টু বলেন, মানুষের অধিকার আদায়ের জন্য গত ২০ বছর ধরে আমাদের দল সংগ্রাম করে আসছে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য যে নির্বাচনে আমরা আশা করছি কিছু কিছু রাজনৈতিক দল এ নির্বাচনকে বিলম্বিত করার জন্য চক্রান্ত চালাচ্ছে। জনগণ বিলম্বিত নির্বাচন কোনদিন মেনে নেবে না। অন্তর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করে নির্বাচনের যে রোড ম্যাপ ঘোষণা করেছেন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সেভাবে নির্বাচন দিতে জনসাধারণের কাছে সরকার দায়বদ্ধ।
অত্যান্ত উৎসাহ উদ্দীপনায় ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মনে বিরাজ করছে উৎসবের আমেজ।
জেলা বিএনপির সম্মেলনকে ঘিরে সকাল থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে ব্যায়ামাগার চত্ত্বর ও আশেপাশে ভীড় করেছেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। মুহুর্মুর্হ শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে সম্মেলনস্থল। কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য শোনার জন্য বিভিন্ন স্থানে বসানো হয়েছে ডিজিটাল স্ক্রীন। এতে উচ্ছ্বাসিত নেতাকর্মীদের মনে আজ যেন ঈদের আনন্দ।
দ্বিতীয় অধিবেশনে প্রত্যক্ষ ভোট প্রদানের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন ১৫১৪ জন ডেলিগেট ও কাউন্সিলর। বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে ভোট গ্রহন।
নির্বাচনের আগে দল গোছাতে নতুন কমিটি কার্যকরি ভুমিকা রাখবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্মেলনে সভাপতি পদে ২ জন ও সাধারন সম্পাদক পদে ৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।
উল্লেখ্যঃ ২০০২ সালের ১৪ এপ্রিল সর্বশেষ কাউন্সিলের মাধ্যমে দ্বি-বার্ষিক জেলা কমিটি গঠিত হয়। ২০০৪ সালে ওই কমিটির মেয়াদোত্তীর্ন হলেও তা দিয়েই চলতে থাকে ২০০৯ সাল পর্যন্ত। ২০০৯ সালের ৯ জুন জেলা কমিটি ভেঙ্গে আব্দুর রশিদ চুন্নু মিয়াকে আহবায়ক করে প্রথমে ৫১ সদস্য এবং পরে ৫৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। ২০১৩ সালের ১৪ মে সম্মেলন ছাড়াই কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী কে সভাপতি ও এম.এ.রব মিয়াকে সাধারণ সম্পাদক করে ১৬৯ সদস্য বিশিষ্ট পটুয়াখালী জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ২০২০ সালের ২ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। ওই বছরের ৩ নভেম্বর ফের আবদুর রশিদ চুন্নু মিয়াকে আহবায়ক ও স্নেহাংষু সরকার কুট্টিকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়। যারা বর্তমানে দায়িত্ব পালন করছেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com