প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২৫, ৬:৪৮ এ.এম
আন নূর মাদরাসা ধনবাড়ী বিশেষ শাখার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলের ধনবাড়ীতে ২ জুলাই রোজঃ বুধবার, পুরাতন থানা মসজিদ সংলগ্ন "আন নূর মাদরাসা ধনবাড়ী (বিশেষ শাখার) শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট ফরহাদ ইকবাল, সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্হানীয় উলামায়ে কেরাম এবং সুধীসমাজ। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য ও দোয়া পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি মুফতি রফিক আহমেদ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com