কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১৩ বছর যাবত ভাত খান না ইনু মিয়া নামের এক বয়স্ক কৃষক। একই সঙ্গে প্রতিজ্ঞা করেছেন বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত আর ভাত খাবেন না তিনি। বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি মোঃ শরীফুল আলম সাহেব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ কালে আগরপুর বাসস্ট্যান্ডে (ইনু মিয়া) শরীফুল আলম সাহেব কে কাছে পেয়ে তাঁর এই প্রতিজ্ঞার কথা জানান। ইনু মিয়ার গ্রামের বাড়ী উপজেলার পশ্চিম জগতচর গ্রামের মৃত সুলায়েমান মিয়ার পুত্রে। এ সময় ইনু মিয়া বলেন তাঁকে মারধর করা হয়েছে। এর পর প্রতিজ্ঞা করেন বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত এবং শরীফুল আলম এমপি না হওয়া পর্যন্ত ভাত খাবেন না। তাঁর এই প্রতিজ্ঞার পর ইতোমধ্যেই পাড় হয়ে গেছে ১৩ বছর। ভাত ছাড়া অন্য সব কিছুই তিনি খেয়ে জীবণ ধারণ করছেন। এ সময় শরীফুল আলম বলেন অপনার এই প্রতিজ্ঞার কথা কেন্দ্রীয় নেতাদেরকে জানাবো। এর আগে শরীফুল আলম সাহেব দিনব্যাপী গণসংযোগের অংশ হিসেবে উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাটিকাটা চকবাজার, বড়ছয়সূতী চকবাজার, দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে গণসংযোগ করে বিভিন্ন পথ সভায় বক্তব্য রাখেন। পরে তিনি উছমানপুর ও রামদী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।এ সময় উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com