প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ৩:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২৫, ৭:২৬ এ.এম
২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

রূপগঞ্জ উপজেলর দাউদপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নুরুন্নেছা স্কুল এন্ড কলেজ এর এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান গত ২৪ জুন মঙ্গলবার সম্পন্ন করা হয়েছে। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক হেলেন কাা ন্তি বড়ুয়া। স্বাগত ভাষণ প্রদান করেন কলেজ কো অর্ডিনেটর জনাব মিজানুর রহমান হাওলাদার। তিনি কোরআন ও হাদিসের আলোকে শিক্ষার্থীদের জীবন গড়ার পরামর্শ দান করে দেশ ও সমাজের উন্নয়নে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করার কথা বলেন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেগঘন বক্তব্য প্রদান করেন ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র মোঃ মশিউর হাসান । কলেজে তাদের দুই বছরের শিক্ষা জীবনের বিভিন্ন ঘটনার স্মৃতি বর্ণনা করে এবং জ্ঞাতে অজ্ঞাতে শিক্ষকদের সাথে দূর্ব্যবহার করলে বা কোন কষ্ট দিয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে পরীক্ষায় ভালো ফলানোর জন্য দোয়া কামনা করে।বিদায় অনুষ্ঠানে অনুষ্ঠানে শিক্ষার্থীর উদ্দেশ্যে আরো গঠনমূলক বক্তব্য প্রদান করেন কলেজের সহকারী অধ্যাপক জনাব আফরোজা চৌধুরী এবং সিনিয়র প্রভাষক মি . বিজয় কৃষ্ণ পাল। তারা প্রত্যেকেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে পড়াশোনার মাধ্যমে জীবন গঠনের উপর গুরুত্ব আরোপ করেন এবং পরীক্ষা চলাকালীন সময়ে স্বাস্থ্য সচেতনতার দিকে নজর দেওয়ার কথা বলেন। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক হেলেন কান্তি বড়ুয়া তাঁর বক্তব্যের শুরুতে কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব জনাব হুমায়ুন কবির মিয়া এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব পুলিন বিহারী বড়ুয়ার স্মৃতিচারণ করেন, তাঁদের আত্মার শান্তি কামনা করেন।তিনি সরকারের সাবেক সচিব জনাব মোশারফ হোসেন ভুঁইয়া মহোদয় সহ প্রতিষ্ঠাতা পরিবারের সকলকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন অত্র এলাকায় বসবাসকারী জনগণের সন্তানদের শিক্ষাদানের জন্য, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য এই নুরুন্নেছা স্কুল এন্ড কলেজ এক অনন্য ভূমিকা পালন করে চলেছে।তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশ মূলক কিছু পরামর্শ প্রদান করে বলেন, তোমরা পরীক্ষার হলে ছাত্রসুলভ আচরণ করবে, পরীক্ষার হলে কোনরকম অন্যায় আচরণ করবে না কেননা তোমরা নুরুন্নেছা কলেজের প্রতিনিধিত্ব করছো। তা যেন তোমাদের আচরণের মধ্য দিয়েই ফুটে উঠে। পরীক্ষার খাতায় রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেট কোড, বিভাগ ইত্যাদি মূল্যবান বিষয়গুলো মনোযোগ সহকারে পূরণ করবে। যদি কোন ভুল হয়ে থাকে তার সংশোধনের জন্য শিক্ষকের সহায়তা নিবে। আমি দোয়া করি তোমরা যাতে সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল করে নুরুন্নেছা কলেজের পূর্বের ঐতিহ্য বজায় রাখতে পারো। বক্তব্য পর্ব শেষে শিক্ষার্থীদের পরীক্ষার সামগ্রী সহ একটি ফাইল প্রদান করা হয়।পরবর্তীতে শিক্ষার্থীদের জীবনের সার্বিক মঙ্গল কামনায় দোয়া মোনাজাতের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনার সফল সমাপ্তি ঘটে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com