শরীয়তপুর সাহিত্য সাংস্কৃতিক সংগঠন এর আয়োজনে শরীয়তপুর পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বর্ষা বরণ ও কবিতা পাঠ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবি সাহিত্যিক লেখক সুরকার সহ শরীয়তপুর সুশীল ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন বাংলাদেশ প্রগতি লেখক সংগঠনের সিনিয়র সদস্য কবি ও লোকজ কবি শ্যাম সুন্দর দেবনাথ, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব কবি ও সাহিত্যিক সমাজসেবক মোদাচ্ছের হোসেন বাবুল, খেলাঘর আসরের সংগ্রামী সভাপতি মোঃ শাহজালাল ভূঁইয়া, শরীয়তপুর সাহিত্য পরিষদের সম্মানিত সভাপতি কবি বাবুল আক্তার, বিশিষ্ট বাম রাজনৈতিক গ্লোলু পালোয়ান, শরীয়তপুর জেলা প্রতিনিধি চ্যানেল আই এর এস এম মজিবুর রহমান, চঞ্চল মজুমদার, কবি আবুল কালাম, কথাকলি সাহিত্য পরিষদের সভাপতি কবি রুদ্র রহমান, শরীয়তপুর চিকন্দি সাহিত্য পরিষদের সভাপতি কবি জিহান রাব্বানী জাকির, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সহ-সভাপতি ও শরীয়তপুর জেলা এপেক্স ক্লাবের সম্মানিত সভাপতি এডভোকেট নুরুজ্জামান শিপন, বাংলাদেশ প্রগতি লেখক সংগঠনের প্রচার ও প্রকোশনা সংগঠক টোটন চন্দ্র দাস, ক্রিয়া সংগঠক কাজী মামুন এবং ওসমান আয়না মতি ফাউন্ডেশন এর সভাপতি কবি রফিক ওসমান সহ প্রমুখ। বর্ষবরণ ও কবিতা পাঠ উৎসবে কবিতা, প্রবন্ধ, ছড়া গল্প ও দেশাত্মবোধ সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।বক্তারা বলেন, বর্তমান শরীয়তপুর সদর উপজেলা প্রাঙ্গণে ১৯৭৮ সালে শরীয়তপুর পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠিত করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য ছাত্র কবি,সমাজ সেবক রথীন্দ্রনাথ ঘটক চৌধুরী। এই পাবলিক লাইব্রেরিটি ১৯ ৮২ সালে শুভ উদ্বোধন করেছিলেন আতিকুল হক। শরীয়তপুর পাবলিক লাইব্রেরী প্রসঙ্গে বক্তারা আরো বলেন - এই লাইব্রেরীটি তখন থেকে এতদা অঞ্চলের জ্ঞানের আলো পত্রিকা হিসাবে মানুষের কাজ করেছে। দূরদূরান্ত থেকে গ্রাম অঞ্চল থেকে আশেপাশের সকলে এসে এই লাইব্রেরীতে পছন্দ মত বই পড়েছে ম্যাগাজিন পড়েছে বিভিন্ন প্রকার জ্ঞান আহরণ করেছেন, জ্ঞানের আলো বত্রিকা হিসেবে কাজ করেছে। সেই বিবেচনায় অত্র অঞ্চলের বই প্রিয় নাগরিক যারা আছেন অত্যন্ত আবেগ এবং ভালোবাসার জায়গা হিসেবে দখল করে আছে এই লাইব্রেরীটি। এই লাইব্রেরীটি সচল রাখা এবং নিত্যনতুন পাঠকদের সমাগম করা এখন সময়ের দাবি। এবং অত্যন্ত পরিতাপের বিষয় এই লাইব্রেরিটির প্রবেশদ্বার ইতিমধ্যে উপজেলা প্রশাসন বন্ধ করে দিয়েছে। বিনয়ের সাথে দাবি রেখেছেন এ লাইব্রেরীটি সচল রাখার জন্য জ্ঞানের আলো ছড়ানোর জন্য শরীয়তপুর সদর উপজেলা প্রশাসন প্রবেশদ্বারটি খুলে দেবেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com