প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ৪:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২৫, ৭:৪৭ এ.এম
একজন নিঃস্বার্থ ত্যাগী নেতার অবহেলিত পরিণতি

নেতৃত্ব, ত্যাগ ও আত্মদান রাজনীতির প্রকৃত সৌন্দর্য প্রকাশ করে। কিন্তু কখনো কখনো রাজনীতির কুটচালে হারিয়ে যায় সেই সত্যিকারের নেতার মূল্যায়ন। নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার ২নং শুনই ইউনিয়নে তাতীদলের সাংগঠনিক সম্পাদক, এক নিঃস্বার্থ ত্যাগী নেতা আজ ক্যান্সারের সঙ্গে লড়ছেন জীবনের শেষ প্রান্তে। পেশায় একজন জেলে, যিনি মাছ ধরেই জীবিকা নির্বাহ করতেন। আর্থিকভাবে স্বল্পসম্পন্ন হলেও তিনি বিএনপির ডাকে দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। জীবনের ঝুঁকি নিয়েও ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে ছিলেন রাজপথে। আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়ে বারবার হয়রানির মুখোমুখি হয়েছেন, কিন্তু কখনো নীতিতে বিচ্যুত হননি। আজ সেই নেতা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ক্যান্সারে আক্রান্ত হয়ে। অথচ এলাকাবাসীর ভাষ্যমতে, এখন কেউই তাঁর খোঁজ নেয় না। বিএনপির কোনো স্থানীয় বা কেন্দ্রীয় নেতা পর্যন্ত খবর নিতে আসেননি। নেতার পরিবার অসহায়, চিকিৎসার ব্যয় বহনের সক্ষমতা নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিকবার বলেছেন, “ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, দল তাদের মূল্যায়ন করবে।” কিন্তু এই বাস্তবতা দেখায়, কথার সঙ্গে কর্মের ব্যবধান এখনো বিদ্যমান। এই খবর বিভিন্ন মিডিয়া ও এলাকাবাসীর মাধ্যমে শুনতে পান, আটপাড়া উপজেলা সাবেক দুইবারের ছাত্র দলের সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য, আটপড়া উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন ২০২৫, সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন মোরশেদ হাবিব জুয়েল, ও নেত্রকোনা জেলা বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন তালুকদার যিনি আত্মিক সহযোগিতাও করেন, আরো উপস্থিত আটপাড়া মৎস্যজীবীদলের সদস্য সচিব নূর মোহাম্মদ খান,আটপাড়া
উপজেলা মৎস্যজীবী যুগ্ন আহবায়ক হাবিবুল্লাহ মৎস্যজীবী দলের যুগ্ন আহবায় মোজাম্মেল হক, যুবনেতা ইসলাম উদ্দিন, ৪ নং ওয়ার্ড কৃষক দলের নেতা কাসেম তালুকদার,ইউনিয়ন বিএনপি সদস্য বজলু মিয়া সহ বি,এন,পির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আটপাড়া উপজেলা উপজেলা বি, এন,পির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক সাহেবের সাথে কথা জানা গেছে উনি বলছেন উপজেলা বি,এন,পির সভা আলহাজ্ব মাসুম চৌধুরী সাহেবের সাথে কথা বলবে,খুব তাড়াতাড়ি চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সকল ব্যবস্থা যারা করবেন। এখন প্রশ্ন—যিনি রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছিলেন, সেই ত্যাগী নেতার জায়গা কি দলের স্মৃতিতে স্থান পাবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com