রাঙামাটি থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাপ্তাই হ্রদের অবৈধ মাছ জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। বুধবার (২ জুলাই) রাতে শহরের মানিকছড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বাসটি থেকে প্রায় ৩০০ কেজি কেচকি ও আইড় মাছ জব্দ করা হয়। বিএফডিসি সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদ থেকে অবৈধভাবে ধরা ২৪০ কেজি কেচকি এবং ৩৫ কেজি আইড় মাছ চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে পাচার করা হচ্ছিল। অভিযানের সময় বাসচালক গাড়িটি রেখে পালিয়ে যায়। জব্দ করা মাছগুলো যথাযথ প্রক্রিয়ায় নিলামে বিক্রি করে ৬৩ হাজার টাকা রাজস্ব আয় করা হয়েছে। এছাড়া পাচার কাজে ব্যবহৃত বাসটি বর্তমানে বিএফডিসির হেফাজতে রয়েছে। রাঙামাটি বিএফডিসি কমান্ডার মো. ফয়েজ আল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাপ্তাই হ্রদের প্রায় তিনশো কেজি মাছ জব্দ করা হয়েছে। কাপ্তাই হ্রদের মাছ আমাদের জাতীয় সম্পদ। তাই হ্রদে মাছ ধরা নিষিদ্ধ থাকা সময়ে কেউ যাতে মাছ ধরতে না পারে, সেজন্য বিএফডিসি সবসময় তৎপর রয়েছে। একইসঙ্গে ব্যবসায়ীদেরও সচেতন হতে হবে। উল্লেখ্য, প্রতিবছর নির্দিষ্ট সময় কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষিদ্ধ থাকে, যাতে মাছের প্রজনন নির্বিঘ্ন হয় এবং হ্রদের সামগ্রিক মৎস্যসম্পদ রক্ষা পায়। তবে কিছু অসাধু চক্র এই সময়েও অবৈধভাবে মাছ আহরণ করে পাচারের চেষ্টা চালায়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com