প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ৪:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২৫, ৮:০৯ এ.এম
কেশবপুরে মনিরুল হত্যা মামলায় আরোও এক আসামি গ্রেফতার করেছে পুলিশ

বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ শামিম হোসাইন সঙ্গীয় ফোর্স সহ ছদ্মবেশ সাহসিকতা সাথে অভিযান চালান। এই অভিযানে সাতক্ষীরা কলারোয়া সিমান্তে মৎস্য ঘেরে চোঙের ভেতর থেকে অভিযুক্ত মোঃ মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মনিরুল ইসলাম কেশবপুর উপজেলা বরণডালি গ্রামে আব্দুস সামাদ গাজীর ছেলে। এর আগে গত ১৭ই জুন পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা যুবদল কর্মী মনিরুল ইসলাম নিহত হন। নিহতের ভাই মিজানুর রহমান কেশবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার রাতে পুলিশ মূল আসামী সহ ৩ জনকে আটক করে। এই নিয়ে মামলায় গ্রেফতার হওয়া আসামী সংখ্যা হল ৪ জন। গ্রেফতার অভিযান প্রসঙ্গে জানতে চাইলে এসআই শামিম হোসাইন বলেন এই মামলা সকল আসামীকে একে একে আইনের আওতায় আনা হবে। আসামী গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com