প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ৭:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২৫, ১১:২৪ এ.এম
কাশিনগর ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাশিনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. জামাল হোসেন।
বিশেষ অতিথি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব, এ,কে, এম মীর হোসেন।
সভায় সভাপতিত্ব করেন কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো. আলমগীর হোসেন।এতে কুমিল্লা মহানগরীর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জনাব প্রফেসর জাকির হোসেন। উপজেলা কৃষকদলের সভাপতি শাহ আলম, জামায়াত নেতা আবু বকর সিদ্দিক, মিজানুর রহমান, বিএনপি নেতা দলিললুর রহমান, সোলেমান,যুবনেতা ওয়াসিম ফারুক,মোশাররফ, ইউনিয়ন পরিষদের সকল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ, যুব প্রতিনিধি, নারী প্রতিনিধি এবং সমাজসেবকগণ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা স্থানীয় উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বয়স্ক ও বিধবা ভাতা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পানি-নিকাশ ব্যবস্থা এবং যুব সমাজের মাদক নিরসনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর, নিরাপদ ও উন্নত ইউনিয়ন গড়ে তোলা সম্ভব। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন সর্বদা সচেষ্ট।”
সভায় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সমাধানের আশ্বাস দেন। শেষে চেয়ারম্যান মহোদয় সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com