প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ১০:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৭:২০ পি.এম
দলের দুঃসময়ে সবসময় পাশে ছিলেন এডভোকেট নুরুল ইসলাম নুরুল
![]()
বিগত ১৭ বছর সুনামগঞ্জের রাজপথে এডভোকেট নুরুল ইসলাম নুরুল সৈরাচ্চারদের বাধার সম্মুখীন হয়ে দলের পাশে সবসময় দাড়িয়েছেন। বিগত দিনের সকল আন্দোলন সংগ্রাম এডভোকেট নুরুল ইসলাম নুরুল এর নেতৃত্বেই হয়েছে, তৃণমূলে এডভোকেট নুরুল ইসলাম নুরুল এর সবসময়ই গণজোয়ার সৃষ্টি হয়। দলের নিপীড়ন ও অত্যাচারের স্বীকার অনেক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন মূলত নুরুল ইসলাম নুরুল এর এই গণজোয়ার দেখে সহ্য করতে না পেরে আমাদের দলের কিছু দালাল চাটুকারা, যারা বিগত কোন আন্দোলন সংগ্রামে সক্রীয় ছিলনা, মামলার ভয়ে বলত আমি বিএনপি করিনা আমি মিছিল মিটিংয়ে যাইনা পুলিশকে টাকা দিয়া মেনেজ করে চলত বর্তমান সময়ে তারাই দলের সুনাম নষ্ট করছে ও নুরুল ইসলাম নুরুল এর নামে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। তারা আরও জানান সুনামগঞ্জের একমাত্র নেতা নুরুল ইসলাম নুরুল যিনি বিগত নির্বাচনে ক্রসফায়ারের তালিকায় ছিলেন। আওয়ামী পুলিশ বাহিনীর দ্বারা যেটা বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিজেও অবগত ছিলেন । আর বর্তমানে ওয়ান বডি নিয়ে রাজনীতি করে ৫ই আগস্টের পরে দলে প্রবেশ করে এই দালাল-চাটুকাররা নুরুল ইসলাম নুরুল এর নামে মিথ্যাচার ছড়াচ্ছে।
এ প্রসঙ্গে নুরুল ইসলাম নুরুল বলেন দুঃসময়ে যারা দলের যাতে সংযুক্ত ছিল না তারা আজ নিজেদের পায়দা হাসিলের জন্য বিএনপির নাম ব্যবহার করছে এদেরকে অবিলম্বে দল থেকে অব্যাহতি করার কাজ চলমান আছে। দুর্নীতির সাথে বিএনপি কখনও আপোষ করে না।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com